বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এবারে বৃষ্টি কমবে। সোমবার থেকে বুধবারের মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি চলবে আপাতত। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। তার আগে সোমবার কেমন থাকবে আবহাওয়া? আপডেট জানুন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জায়গাতেই বিক্ষিপ্ত ভাবে কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবারও ও বুধবারও বৃষ্টি চলবে। তবে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে। মঙ্গলবার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায়। এদিকে সোমবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। আর্দ্রতাজনিত অস্বস্তিও বহাল থাকবে।
বৃহস্পতিবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এদিকে সোমবার বিপরীত চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে। বাড়বে বর্ষণ।
আরও পড়ুন: মমতা অনুদান বাড়ানোয় ক্ষুব্ধ সরকারি কর্মীরা! এরই মধ্যে DA মামলা নিয়ে ভালো খবর চলে এল
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।