ফের আবহাওয়ার পাল্টি! শনিতে কোথায় কোথায় বৃষ্টির ‘খেল’? আগাম জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(119)

বাংলা হান্ট ডেস্ক: ‘মন্থা’ চলে গেলেও এই পরোক্ষ প্রভাবে ভাসছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে তবে তুলনামূলক অনেকটাই কম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আরও দু’দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। আর উত্তরবঙ্গে কতদিন চলবে দুর্যোগ? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

নভেম্বর মাস চলে এলেও দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। রবিবার এক দু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে সম্ভাবনা কম।

South Bengal Weather

আগামীকাল শনিবার সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি চলবে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে বৃষ্টি আরও কমে যাবে।

আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হলে শনিবারের পর থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হবে। সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে গোটা রাজ্যে। অন্ধকার কাটিয়ে নতুন সপ্তাহ থেকে ফের আকাশে রোদের দেখা মিলতে পারে।

south bengal weather(85)

আরও পড়ুন: SIR ঘোষণায় হুড়োহুড়ি, রাজ্যের সিইও দফতরের নতুন ওয়েবসাইট চালু, কীভাবে খুঁজবেন ২০০২ এর ভোটার তালিকা?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

বৃহস্পতিবার থেকে একনাগাড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টি থামবে। শনি এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। তবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও আলিপুরদুয়ার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।