আজ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, আর কতদিন চলবে দুর্যোগ? উত্তরবঙ্গ নিয়ে ‘খারাপ খবর’ দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(53)

বাংলা হান্ট ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মন্থা’র পরোক্ষ প্রভাবে শীতের মুখে ফের ভিজছে রাজ্য। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। আজ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জেলায় জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে এই দুর্যোগ? জানাল আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আজও | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। তবে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস বলছে, বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা। আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে।

আগামী ২ তারিখ থেকে আর সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। এক দু জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। শুক্রবারের পর শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে আবহাওয়ার মেজাজ বদলাবে। তবে তার আগে আরও দুদিন ভোগাবে বৃষ্টি।

আরও পড়ুন: মুম্বাইয়ে ১৭ জন শিশুকে পণবন্দি করা রোহিত আর্যের এনকাউন্টারে মৃত্যু! সামনে এল তাঁর পরিচয়

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

শুক্রবারও উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। মুষলধারে বৃষ্টি চলছে জেলায় জেলায়। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির জন্য লাল সঙ্কেত জারি রয়েছে। ভারী বৃষ্টির কড়া সতর্কতা কোচবিহারেও। এদিন উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ সহ উত্তরের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতা। এরপর শনিবার, রবিবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে।