ফের ঝেঁপে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে! মঙ্গলে কেমন থাকবে আবহাওয়া? আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(26)

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি থামার নাম নেই! কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টির তোলপাড় চলছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। উত্তরের জেলাগুলিতেও দুর্যোগ। কবে বর্ষণ কমবে সেই প্রশ্নই এখন সকলের মনে। এরই মধ্যে খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর। ফের একবার ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। তার আগে মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? আগাম আপডেট জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী দু’দিন। কলকাতাতেও দফায় দফায় বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু জায়গায়।

মঙ্গলবার অধিক বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায়। ভারী বৃষ্টি হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা, দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

south bengal weather

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া মোটের উপর সব জেলাই বৃহস্পতিতে কম-বেশি ভিজতে পারে।

south bengal weather(25)

আরও পড়ুন: কাঁধে গুরুদায়িত্ব! লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক, একই দিনে চিফ হুইপের পদে ইস্তফা কল্যাণের

উত্তরের আবহাওয়া | North Bengal Weather

গোটা উত্তরবঙ্গে, মূলত উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টি চলবে।