বাংলা হান্ট ডেস্ক: কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। তবে আজ সোমবার থেকে দক্ষিণে ভারী বৃষ্টি হবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই। তবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভিজতে পারে কলকাতাও।
৭ তারিখ পর্যন্ত বৃষ্টির সিলসিলা জারি থাকবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবারও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই সময়ে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
উত্তরের আবহাওয়া | North Bengal Weather
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলায়। অতিবৃষ্টির চরম সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তরের বাকি সব জেলাতেই।
আরও পড়ুন: ‘বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে’, NRC আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়! সুইসাইড নোটে কী লিখলেন?
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এরপর বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। গোটা সপ্তাহ জুড়ে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস।