বাংলা হান্ট ডেস্ক: ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়তে তা উধাও। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে (South Bengal Weather) এখনই শীত নয়। কারণ একের পর এক নিম্নচাপ আর ঘূর্ণাবর্ত। যার জেরে এখনও বেশ কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে পুরোপুরি শীতের ফিল পেতে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার নামবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, আজ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগরের উপরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। রয়েছে ঘূর্ণাবর্তও। এর জেরে দক্ষিণবঙ্গে সরাসরি প্রভাব না পড়লেও বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বুধবার ও বৃহস্পতিবার এই দু’দিন বৃষ্টি হবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে জলীয়বাষ্পর পরিমাণ বাড়বে। যার থেকে বৃষ্টি হবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত উপকূলবর্তী জেলাগুলি ভিজবে।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শুক্রবারেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। শনিবার থেকে ফের বৃষ্টি কমবে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

আরও পড়ুন: দুর্ঘটনা নয়, জুবিনের মৃত্যুকে ‘খুন’ বলেই দাবি, চার্জশিট নিয়ে ফের বিষ্ফোরক অসমের মুখ্যমন্ত্রী
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাই মোটের উপর শুষ্ক থাকবে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টি হলেও হতে পারে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া থাকবে।













