রাত পোহালেই ফের ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে! বুধে কোন কোন জেলায় দুর্যোগ? আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(36)

বাংলা হান্ট ডেস্ক: কিছুটা বৃষ্টির দাপট কমেছিল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে ফের একবার মেজাজ বিগড়াবে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া।

বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিপ ভিজবে কম বেশি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। রবিবার অবধি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা। ভ্যাপসা গরম থাকবে।

South Bengal weather update 25 july 2025

আরও পড়ুন: ‘আপনারা যে কোনও পরিমাণ DA দিতে পারেন..,’ রাজ্য সরকারকে বলে দিল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি কবে?

উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধে। উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী চলবে সপ্তাহজুড়ে। বুধবার অধিক বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।