বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি, কতদিন চলবে বর্ষণ? আবহাওয়ার আপডেট জানুন এক ক্লিকে

Published on:

Published on:

south bengal weather(53)

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর মাসেও পিছু ছাড়ছে না বৃষ্টি। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আজ থেকে ফের বৃষ্টি শুরু। আবহাওয়া দপ্তর । বৃষ্টির জেরে ফের আবহাওয়ার পরিবর্তন হবে। পাকাপাকিভাবে কবে হানা দেবে শীত? রইল সম্পূর্ণ ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গ আজ থেকে ফের ভিজবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। আজ বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টি সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুক্রবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে শুকনো থাকবে আবহাওয়া। শনিবার থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে।

আপাতত শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০-২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পাকাপাকিভাবে শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যাবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

south bengal weather(121)

আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’-র মামলায় নতুন মোড়, হাই কোর্টে বিচারপতির সরে দাঁড়ানোয় চাঞ্চল্য

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের (North Bengal Weather) আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। পাশাপাশি তাপমাত্রা কিছুটা নামবে। দার্জিলিং কালিম্পঙে রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে। আপাতত শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।