শুক্রবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া? আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(37)

বাংলা হান্ট ডেস্ক: কম-বেশি বৃষ্টি চলছেই দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে আগামীকাল। তার সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার আগাম পূর্বাভাস।

বৃহস্পতিতে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় | South Bengal Weather

বৃহস্পতিবার ভিজতে পারে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই সব জেলায়। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কেবল পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পরশু। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা টু মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি সম্ভাবনা নেই শনিবার থেকে। কলকাতা শহরে ঝিরঝিরে বৃষ্টি চলছে। আগামীকাল দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। এদিকে উত্তর বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এই সবের কারণেই বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। তবে বৃষ্টি হলেও রবিবারের মধ্যে সামান্য তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

south bengal weather(31)

আরও পড়ুন: সেপ্টেম্বর পর্যন্ত ডেডলাইন, প্রতারণা মামলায় মিঠুনকে স্বস্তি দিয়ে রাজ্যকে সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট

উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ পরিস্থিতি চলবে আগামী সোমবার পর্যন্ত। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, কালিম্পঙ সহ সব জেলাতেই বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অধিকাংশ জেলায়। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ধসের আশঙ্কা রয়েছে।