রবিবার থেকে সাতদিন খেলা দেখাবে শীত! দক্ষিণবঙ্গ নিয়ে ‘ভালো খবর’ দিল আবহাওয়া দপ্তর, আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(154)
Follow

বাংলা হান্ট ডেস্ক: এক ধাক্কায় পারদ পতন। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার আর বড়সড় পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। অর্থাৎ আপাতত জমিয়ে থাকবে ঠান্ডার আমেজ। বৃষ্টি কি হবে? রবিবার ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | South Bengal Weather

নভেম্বর মাসে ধোঁকা দিলেও ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে বসেছে শীত। পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশে তাপমাত্রা নামছে সমানে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী সাত দিন রাজ্য জুড়ে শুরু শীতের দাপট অব্যাহত থাকবে। ঠান্ডা-ঠান্ডা আবহাওয়ায় জমবে শীতের আমেজ।

South Bengal Weather mercury will drop further in western districts know the weather update

দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতেই সকালে শিশির এবং কুয়াশার দাপট থাকবে। তবে বেলা বাড়তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। কোথাও কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী সাত দিন আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন: পড়ুয়া পিছু জরিমানা ৫০০০! মাধ্যমিকের দু’মাস আগে কঠোর সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, বিপাকে বহু স্কুল

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলারই একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কিছু অংশে দৃশ্যমানতা কমে যাবে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি নেই কোথাও। উত্তরের তাপমাত্রা বড়সড় হেরফেরের কোনও সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে। ফলত দাপট দেখাবে শীত।