বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি থেকে রেহাই নেই। দু’দিন কিছুটা কম বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণের সিলসিলা জারি থাকবে উত্তরবঙ্গেও। কতদিন এই বৃষ্টির দাপট চলবে রাজ্যে? রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিকে মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। উত্তর বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই বৃষ্টি বাড়বে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে।
শুক্রবার ভারী বৃষ্টি হবে কেবলমাত্র পুরুলিয়ায়। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এরপর ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও আগামীকাল থেকে সামান্য তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।।আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ভ্যাপসা গরম থাকবে।
আরও পড়ুন: ‘যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে…’, দিতিপ্রিয়ার অভিযোগের উত্তরে বোমা ফাটালেন জিতু
উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে। আজ বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তরের উপরের পাঁচ জেলায় ভারী চলবে আগামী সোমবার অবধি।