শীতের ঝোড়ো ইনিংস শুরু! আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গে কতটা নামবে তাপমাত্রা? আগাম আপডেট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরের শুরুতেই শীতের এন্ট্রি। বঙ্গে পশ্চিমের শীতল হাওয়ার অবাধ প্রবেশে দুম করে নামছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আজই মরশুমের শীতলতম দিন। এবার আরও তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামী কয়েকদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। রাজ্য জুড়ে শুরু শীতের দাপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, আগামী সাত দিন আবহাওয়া থাকবে পুরোপুরি শুষ্ক। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ফলত শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ জাঁকিয়ে বসবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে আগামী কয়েকদিনে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা নামবে।

দিনের তাপমাত্রা ইতিমধ্যেই অনেকটা নেমেছে এবং আরও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে উইকেন্ডে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শীতের আমেজ আরও বাড়বে। ইতিমধ্যেই জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। তা আরও কিছুটা নামতে পারে।

পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই এখন স্বাভাবিকের নীচে থাকবে তাপমাত্রা।একইসাথে বাড়বে কুয়াশার দাপটও। সকালে শিশির এবং কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গে। কমবে দৃশ্যমানতা। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে। উপকূলের দিকের জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকবে।

south bengal weather(145)

আরও পড়ুন: এক রাতেই হুড়মুড়িয়ে বাড়ল সোনার দাম, ছক্কা হাঁকাল রুপো, আজকের রেট

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আগামী সাত দিনে উত্তরে তাপমাত্রা সামান্য কমলেও বড়সড় হেরফেরের কোনও সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সকালে ও রাতে শীতের আমেজ বাড়বে। দার্জিলিং-এ তাপমাত্রা ৫ ডিগ্রির গন্ডি ছুঁয়েছে। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। সপ্তাহান্তে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার দাপট। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।