নামছে তাপমাত্রা, আগামী সাত দিনে কেমন ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে? বৃষ্টি হবে? জানাল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(156)
Follow

বাংলা হান্ট ডেস্ক: পারদ ওঠা-নামার ট্রেন্ড চলছে ফের। তাপমাত্রা ক্রমাগত নামলেও রবিবার কিছুটা চড়ল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের কোথাও এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। ফলত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | South Bengal Weather

হাওয়া অফিস বলছে, আগামী সাত দিনে রাজ্যে পারদ ওঠানামা চলবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বড় পরিবর্তন হবে না। একই রকম থাকবে তাপমাত্রা মোটের উপর। শীতের আমেজ থাকবে সর্বত্র। তবে আবহাওয়া দপ্তর বলছে, নতুন করে তাপমাত্রা না কমলে জাঁকিয়ে শীত এখনই ফিল হবে না দক্ষিণবঙ্গে।

আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার আর বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। শীতের আমেজ বজায় থাকবে। তবে উত্তুরে হাওয়ার কারণে কুয়াশা সমস্যা হতে পারে। সকালে শিশির এবং কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি নেই।

south bengal weather(146)

আরও পড়ুন: বর্তমানে ৩০ হাজার টাকা পেনশন পেলে অষ্টম পে কমিশনে কততে পৌঁছবে? লেটেস্ট আপডেট

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আপাতত স্বাভাবিকের কাছাকাছিই থাকবে তাপমাত্রা। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলারই কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তবে সতর্কতা নেই। আপাতত বৃষ্টি হবে না উত্তরেও। শুষ্ক আবহাওয়ায় শীতের আমেজ বাড়বে।