কলকাতায় ২০ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা, এরই মধ্যে ফের বৃষ্টি রাজ্যে, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(129)
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে শীতের ছোঁয়া। নভেম্বরের সাতদিন পার হয়ে ধীরে ধীরে শীত পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। শনিবারও কমেছে তাপমাত্রা। এতদিন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ শীতের পথে বাধা হচ্ছিল। তবে আপাতত সেই চিত্র বদলেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পাশাপাশি তাপমাত্রা কমবে আগামী কয়েকদিনে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। তাহলে কি এবার আরও তাপমাত্রার পতন? আবহাওয়া দপ্তর বলছে, একই রকম তাপমাত্রা থাকবে। রাতের তাপমাত্রা একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে আগামী দু’দিনে। ফলত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ বাড়বে।

আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমের জেলাগুলিতে আরও নামবে তাপমাত্রা। ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দু-তিনদিনে আরও কিছুটা পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১৫-১৬ ডিগ্রিতে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কোথাও।

আপাতত তাপমাত্রা কমলেও পাকাপাকিভাবে শীত আসতে এখনও ঢের দেরি বলছে আবহাওয়া দপ্তর। ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে পাকাপাকি শীত আসতে আসতে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। গত কয়েকবছর ঠান্ডায় তেমন ঠান্ডা পড়ে নি রাজ্যে। এবারে শীতপ্রেমীদের জন্য সুখবর আসে কি না সেটাই প্রশ্ন।

আরও পড়ুন: ধপ করে কমল সোনার দাম! শনিবার বাজারে কত রয়েছে ২২ ও ২৪ ক্যারাটের দর? জেনে নিন

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে শীতের আমেজ আরও জমছে। এরই মধ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনা। তা আরও বাড়বে এবারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও। রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে। বাড়বে কুয়াশার দাপটও।