বাংলা হান্ট ডেস্ক: হু হু করে পারদ নামছে। শীতের অনুভূতি বাড়ছে রাজ্যে। ডিসেম্বর পড়তেই আবহাওয়ার আলাদা রূপ দেখছে রাজ্য। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal Weather) উত্তুরে হাওয়া জাঁকিয়ে বসেছে গত কয়েকদিনে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। ফলত উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের পথেও বাধা নেই রাজ্যে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট | South Bengal Weather
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের আমেজ। আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচেই রয়েছে। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডা বাড়বে। মূলত বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই আট জেলায় শীতের দাপট অধিক লক্ষ্য করা যাবে।

আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। পাশাপাশি কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দিনের তাপমাত্রা ১৫-২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামী সাতদিনে পারদ খুব বেশি ওঠানামা করবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত নামলেও নামতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, নতুন করে বড়সড় তাপমাত্রার পতন আপাতত হবে না দক্ষিণবঙ্গে। অর্থাৎ জাঁকিয়ে শীত এখনই নয়। তবে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে। গত শনিবার ছিল কলকাতায় মরসুমের শীতলতম দিন।

পাশাপাশি বজায় থাকবে কুয়াশার প্রভাবও। সকালে শিশির এবং কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সহ জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার সতর্কতা নেই কোথাও।

আরও পড়ুন: ভোটের আগেই শেষ করতে হবে সব কাজ! উন্নয়নেই জোর নবান্নের, জেলাগুলিকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
তবে উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকাল ও দিকে কুয়াশার দাপট থাকবে। এই সমস্ত দৃশ্যমানতা কমে যেতে পারে। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বেশি হেরফের হবে না।












