বাংলা হান্ট ডেস্ক: নভেম্বরের শুরুতে এসেও ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে শীতের দেখা নেই। তবে আবহাওয়া দপ্তর বলছে এবার থেকে পরিস্থিতি বদলাবে। ধীরে ধীরে শীত পড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তর বলছে আপাতত আর বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। পাশাপাশি তাপমাত্রাও নামবে অনেকটা। আজ শনিবার কেমন থাকবে আবহাওয়া? জানুন সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, পর পর পশ্চিমি ঝঞ্ঝা, নিম্নচাপ ঘূর্ণাবর্ত শীতের পথে বাধা দিচ্ছিল। তবে এবার শীত পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল বা সোমবার থেকেই রাজ্যে তাপমাত্রা কমতে শুরু করবে। রাতের তাপমাত্রা একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার থেকেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে কলকাতায়।আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১৯ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ১৫-১৬ ডিগ্রিতে। ফলে শীতের আমেজ থাকবে গোটা রাজ্যে। তবে এখনই খুব একটা তাপমাত্রা কমবে না। ধীরে ধীরে নামবে।

বর্তমানে পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আবার বাংলাদেশের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যা অবস্থান করছে অসম ও ত্রিপুরা সংলগ্ন এলাকায়। ফলত আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে গোটা রাজ্যে। বৃষ্টি হবে না কোথাও। বরং তাপমাত্রা নামবে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হয়ে যাবে পাকাপাকি শীত আসতে আসতে।
আরও পড়ুন: ঝুলে রইল SSC- চূড়ান্ত ফলাফল, ১০ নম্বর সংক্রান্ত মামলার রায়ে মাথায় হাত চাকরিপ্রার্থীদের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে হালকা শীতের আমেজ রয়েছে। তা আরও বাড়বে এবারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই।
পাশাপাশি আবহাওয়াও শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোথাও। দার্জিলিং ও কালিম্পং-এ ভোরের দিকে কুয়াশার প্রভাব বাড়বে। সমতলের ক্ষেত্রেও একই পূর্বাভাস।












