বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রা নামছিল না বলতে বলতে অবশেষে বঙ্গের দুয়ারে শীত। সকাল থেকে রাত, দিনভর শিরশিরানী। আবহাওয়া দপ্তর বলছে, আগামী চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি আবহাওয়াও শুষ্ক থাকবে। কলকাতা নিয়ে কি আপডেট? জেনে নিন পূর্বাভাস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
উত্তর পশ্চিমের শীতল হাওয়া প্রবেশ করছে। যার জেরে তাপমাত্রা নামতে শুরু করেছে রাজ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের নিচে বা তার আশপাশেই ঘোরাঘুরি করছে। IMD-র পূর্বাভাস, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র তাপমাত্রা ক্রমশ নামবে এবং পরবর্তী তিন দিন তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতায় নতুন সপ্তাহে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। পশ্চিমাঞ্চলে শীতের কামড় আরও চওড়া হবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী দু-তিনদিনে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একধাক্কায় ১৫-১৬ ডিগ্রিতে নেমে যেতে পারে।
তাপমাত্রা কমায় দক্ষিণবঙ্গে রাতে ও সকালে শীতের আমেজ থাকবে। সকাল-রাতে কুয়াশার প্রভাবও বাড়বে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট বেশি থাকবে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর বৃষ্টি হবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এতদিন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ শীতের পথে বাধা দিচ্ছিল। তবে আপাতত আর সেই আশঙ্কা নেই।

আরও পড়ুন: SSC শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ হতেই ফের মামলা হাইকোর্টে, শুনতে পারেন জাস্টিস সিনহা
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জেলাগুলিতেও অনেকটাই তাপমাত্রা কমবে আগামী কয়েকদিনে। বুধবারেই মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, পার্বত্য এলাকায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কুয়াশা ভোগাবে।












