আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, পুজোর আগে কতদিন চলবে দুর্যোগ? আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(32)

বাংলা হান্ট ডেস্ক: গত বেশ কিছুদিন ভারী বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আজও একই রকম থাকবে আবহাওয়া। শহর সহ জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই কোথাও। তবে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আজ থেকে বাড়বে বৃষ্টি | South Bengal Weather

আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আপাতত বৃষ্টি হলেও গরম এবং অস্বস্তি বাড়বে। সঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বাড়বে আগামীকাল। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অধিক সম্ভাবনা।

বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার কারণে হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে। তবে দাপট কমবে অনেকটাই।

শুক্রবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তাপমাত্রাও কমার সম্ভাবনা এই সময়ে। তবে ভ্যাপসা গরম থাকবে চরমে। আপাতত দু’দিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪-৩৫ এবং ২৮-২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন: মৌলবাদীদের থোড়াই কেয়ার, পুজোর চারদিন জমিয়ে উদযাপন নুসরতের, ছেলেকেও দিচ্ছেন একই শিক্ষা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হবে প্রায় সব জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বুধবার বৃহস্পতিবার দার্জিলিং, দার্জিলিঙ, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি চলতে পারে।