মঙ্গল থেকে দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়বে বৃষ্টি, আজ কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: সমানে ভোল বদলাচ্ছে আবহাওয়া। এই ঝমঝমিয়ে বৃষ্টি তো এই রোদ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই সপ্তাহের শুরুতে ফের রাজ্যে মৌসুমী অক্ষরেখা ফিরতে পারে। এর জেরে ফের একবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন।

সোমে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বর্ষণ? South Bengal Weather

হাওয়া অফিসের পূর্বাভাস, সোমে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হবে না। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ব্যাপকতা কমবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে চরমে। বাড়বে ভোগান্তি। এরপর মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। মঙ্গলে বজবিদ্যুৎ-সহ বৃষ্টির অধিক সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টি হবে।

South Bengal Weather suffering will increase disasters again in Bengal here is a big weather update

আরও পড়ুন: ‘গোহত্যা হারাম’, এখনও গোমাংস ঢোকে না বাড়িতে, মৌলবাদীদের একহাত নিয়ে মন্তব্য সলমনের বাবার

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি অনেকটাই কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। কিন্তু ভারী বৃষ্টি হবে না। এরপর মঙ্গলবার থেকে আরও কমবে বৃষ্টি। বাড়বে তাপমাত্রা ও আদ্রতাজনিত অস্বস্তি। বাড়বে ভোগান্তি।