বাংলা হান্ট ডেস্ক: সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ। এই দুইয়ের জোড়া ফলায় ফের একবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather), দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু দিন। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার কেমন থাকবে আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার আগাম খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এসব জেলায় হালকা সামান্য বৃষ্টি হতে পারে। এরপর রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। কেবল হাতে গোনা দু-এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা থাকবে আকাশ।
শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আদ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
শনিবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর ফের সামান্য বাড়তে পারে বর্ষণ। রবি ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তালিকায় কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।