বাংলা হান্ট ডেস্ক: কোথাও মেঘলা আকাশ, কোথাও উঁকি দিচ্ছে রোদ। সবমিলিয়ে ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এরই মধ্যে ফের একবার বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ১৫ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত থাকছে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস জারি হল দক্ষিণবঙ্গে।
২১ অগাস্ট পর্যন্ত ভিজবে দক্ষিণবঙ্গ | South Bengal Weather
সাগরে রয়েছে নিম্নচাপ অন্যদিকে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এসবের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ শুক্রবার অধিক ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং হাওড়ায়। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এছাড়াও এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কম-বেশি বৃষ্টি হবে। এরপর শনিবার, রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলায়। শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। এছাড়া বাকি সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। কেবল হাতে গোনা দু-এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। আদ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে। শনিবার পর্যন্ত বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কেটেছে। শুক্রবার ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। কোনও সতর্কতা জারি নেই আপাতত। রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্কতা জারি থাকবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।