আজ রেহাই! রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি হল রাজ্যে: আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(47)

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে জোড়া বিপদ। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। এই দুইয়ের মিলিত প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আপাতত ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহভর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলা ভিজবে আগামী সপ্তাহেও।

দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির দাপট | South Bengal Weather

শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। এই সব জেলায় দু’এক জায়গায় বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন।

south bengal weather(33)

তবে রবিবার থেকে বৃষ্টি কমবে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গের হাতে গোনা কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুত- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাপট কমায় তাপমাত্রা বেড়েছে গোটা রাজ্যেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরম ফিল হচ্ছে সকাল থেকেই।

এদিন সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত শহরে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। হাওয়া অফিস জানাচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রাজ্যে অস্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরমের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে।

south bengal weather(42)

আরও পড়ুন: খেলা হবে দিবসে মমতার বার্তা, ক্রীড়াক্ষেত্রে রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও। তবে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা। যার জেরে ফের পাহাড়ি রাস্তায় ধ্বস নামার আশঙ্কা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।