নিম্নচাপের জেরে ফের বাড়বে বৃষ্টি? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা আজ ভিজবে? আবহাওয়ার খবর

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বিদায়বেলায় বর্ষা। তবে তার আগেও দাপট অব্যাহত। যদিও আজ শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমে আসবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। গতকালও সেভাবে বৃষ্টি হয়নি কোথাও। আজ হাতে গোনা দুই একটি জেলায় খুব হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কোন কোন জেলা ভিজতে পারে? রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ হালকা বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এসব জেলায়। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে। দক্ষিণবঙ্গের দুয়েক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুত- সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে।

রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। কেবল হাতে গোনা দু-এক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও একই রকম থাকবে পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ সক্রিয় রয়েছে। এই দুইয়ের জোড়া ফলায় কম-বেশি বৃষ্টি চলবে রাজ্যে। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রাজ্যে অস্বাভাবিক জলীয় বাষ্প ঢুকবে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হবে না। বৃষ্টি না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত ভ্যাপসা গরম পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন:১০৮ তীর্থক্ষেত্রের জল, মদনমোহনের জন্য ১০০৮টি নাড়ু! প্রথম জন্মাষ্টমীতে এলাহি আয়োজন দিঘা জগন্নাথ মন্দিরে

south bengal weather(34)

উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আপাতত ভারী বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শনিবার ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। রবি ও সোমবার ফের ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।