বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এদিন সকালে ওড়িশার গোপালপুরের কাছে স্থলভাগে ঢুকে পড়েছে নিম্নচাপটি। আবহাওয়া দপ্তর বলছে, বাংলার উপর এই নিম্নচাপ বিশেষ প্রভাব না ফেললেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের দুয়ারে ফের দুর্যোগ | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়-বৃষ্টি চলবে। আজ মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে হতে পারে ঝড়ও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই সমস্ত জেলায় সতর্কতা জারি হয়েছে।
এরপর বুধবার ঝড়-জলের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, মুর্শিদাবাদেও। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ভিজতে পারে। শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
আরও পড়ুন: সরাসরি চ্যালেঞ্জ! হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার, কোন মামলায়?
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহভর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরের সব জেলাতেই। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার ভারী বর্ষণ হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্রবার অবধি ওপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে।