আবার হাজির নিম্নচাপ! গরমের মধ্যেই ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়, চলবে বৃহস্পতিবার পর্যন্ত

Published on:

Published on:

south bengal weather

বাংলা হান্ট ডেস্ক: রোদের মুখ দেখেছিল দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। ফের একবার আকাশের মুখ ভার হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সক্রিয় হতে পারে। এর জেরেই ফের বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার থেকে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস সাত জেলায়। তার আগে আজ সোমবারের আবহাওয়ার খবর জেনে নিন।

দক্ষিণবঙ্গে ফের খেল দেখাবে নিম্নচাপ | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। পাশাপাশি সমুদ্র উত্তাল হবে। সেই কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া এই স্যাট জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে টানা বৃহস্পতিবার পর্যন্ত। সোমে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হবে না। কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই এদিন। তবে রাত পোহালেই বদলে যাবে আবহাওয়া।

south bengal weather(49)

আপাতত বৃষ্টি হলেও বাতাসে বাতাসে বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে চরমে। বাড়বে ভোগান্তি। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা এই সব জেলাগুলিতে।

South Bengal Weather Update 22 August 2025

আরও পড়ুন: মাথায় হাত মধ্যবিত্তের, হু হু করে বাড়ছে ইলিশের ডিমের দাম, কেজি ৪২০০ টাকায় বিক্রি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে এবার বৃষ্টি কমবে। বাড়বে তাপমাত্রা। সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের কিছু জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। বুধবার থেকে বৃষ্টির পরিমান কমবে।
বাড়বে তাপমাত্রা ও আদ্রতাজনিত অস্বস্তি।