বাংলা হান্ট ডেস্ক: মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। যা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশে। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার জেরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। সবমিলিয়ে আপাতত বৃষ্টি চলবে। (Weather Update)
বৃহস্পতিতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে | Weather Update
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হবে। তার সঙ্গে একাধিক জেলায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলি নদীয়া উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এরপর শুক্রবার বৃষ্টি চলবে। এদিন অধিক বৃষ্টি সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঝোড়ো বাতাস বইতে পারে।
শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শনিবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ থেকে সামান্য তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দিনের বেলায় ভ্যাপসা গরম থাকবে।
উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে আজ বৃষ্টি বাড়বে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে। এছাড়া বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে টানা সাত দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।