দুয়ারে দুর্যোগ! দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার, আবহাওয়ার আগাম খবর জেনে নিন

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টি থামার নাম নেই। টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। জলমগ্ন এলাকা একাধিক এলাকা। গত দু’দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দুর্যোগ কমেনি। এরই মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতার কী হবে? আবহাওয়ার আগাম আপডেট জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শুক্রবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় ভারী বৃষ্টি চলবে দফায় দফায়। বাকি জেলাগুলিতেও রেহাই পাবে না। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।

বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

শনিবার থেকে বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। শনিতে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে সব জেলাতেই। তবে ভারী বৃষ্টি বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। যা জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য বাংলাদেশে। বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। আর বৃষ্টি হচ্ছে।

south bengal weather(34)

আরও পড়ুন: ‘বকেয়া DA-র পাশাপাশি কমপক্ষে ১০% হারে সুদ দিতে হবে রাজ্যকে’, সুপ্রিম কোর্ট কী বলল?

তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পর পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। উত্তরবঙ্গে (North Bengal Weather) আগামীকাল উপরের দিকের জেলাগুলিতে মূলত বৃষ্টি হবে। তালিকায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।