বাংলা হান্ট ডেস্ক: শনিবার ১৪ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি। আজ রাখির দিন গোটা রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত | South Bengal Weather
শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাই কম-বেশি ভিজতে পারে আগামী সপ্তাহ অবধি।
এদিন সকাল থেকেই একাধিক জেলায় মেঘলা আকাশ। বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শহর কলকাতাতেও জারি রয়েছে সতর্কতা।
শনিবার দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড়বৃষ্টি চললেও সতর্কতা জারি নেই কোথাও। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) ঝেঁপে আসছে বৃষ্টি। কয়েক ঘণ্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দফায় দফায় বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে।