বাংলাহান্ট ডেস্কঃ পরপর বেশ কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধির পর এখন কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather office)। হতে পারে বৃষ্টিপাত। আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে। অন্যান্য দিনের মতো আজ কিন্তু রোদের তাপ নেই বললেই চলে। আবার বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। হয়ে পারে বজ্রপাতও। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আগাম বৃষ্টিপাতের জানান দিল হাওয়া অফিস।
গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬ ডিগ্রির আশেপাশে এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ সর্বোচ্চ তাপমাত্রা একই থাকেলও, সর্বনিম্ন তাপমাত্রা একটু বেশি থাকবে। অর্থাৎ আজ তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবছা রোদ বিরাজ করবে আজ রাজ্য জুড়ে। দমকা বাতাস বইতে পারে। এছাড়াও রাজ্যের কিছু কিছু অংশে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী, আগামি সপ্তাহে রাঁচি সহ সংলগ্ন অঞ্চলগুলি ১৪ এবং ১৫ ই এপ্রিল আংশিকভাবে মেঘলা থাকবে। এছাড়াও ১৪ এবং ১৫ ই এপ্রিল রাজ্যের কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতের সাথে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা গুলিতেও। অরুণাচল প্রদেশ এবং সিকিমের উপর বিচ্ছিন্ন তুষারপাত হতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে ।