বিরাট আপডেট আবহাওয়া দফতরের! মুহূর্তে বদলে যাবে পরিস্থিতি, বৃষ্টি কমে বাড়বে গরম, ঘেমে-নেয়ে নাকাল হবে মানুষ

বাংলা হান্ট ডেস্ক : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী কয়েক ঘন্টার মধ্যেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপরে সরে যাবে। এই পরিস্থিতিতে দেশের পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন মধ্যভারতে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

এদিকে, সকাল থেকেই মেঘলা আকাশ। বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জায়গায় আকাশ কার্যত মেঘলা থাকারই সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার রাজ্যের প্রায় ১১টি জেলায় মুষলধারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

weather

কলকাতার আবহাওয়া : গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৪ মিমি (West Bengal Weather Forecast) আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সারাদিনই শহর কলকাতায় বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া : আজ ১৮ অগাস্ট শুক্রবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৯ ও ২০ অগাস্ট শনিবার ও রবিবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস। বাড়তে পারে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবে বঙ্গবাসী। ২১ অগাস্ট সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস।

 আরও পড়ুন : ‘বাংলা পক্ষই দায়ী’, শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিতে FIR গর্গর! যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে শুরু নতুন কাজিয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আগামীকালের আবহাওয়া : আগামী দু’দিন অর্থাৎ রবিবার পর্যন্ত বাংলা জুড়ে কমবে বৃষ্টির পরিমাণ। বদলে বাড়তে পারে উষ্ণতা। আপেক্ষিক আদ্রতা বেশি থাকায় তীব্র অস্বস্তিতে ভুগবে মানুষ।

Sudipto

সম্পর্কিত খবর