দক্ষিণবঙ্গে ঢুকে গেল বর্ষা, বিকেলের পর ঝেঁপে ভিজবে কলকাতা সহ ৭ জেলা: আবহাওয়ার খবর

   

বাংলা হান্ট ডেস্ক: পথে ১১ দিন দেরি করার পর অবশেষে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) প্রবেশ করল বর্ষা (Monsoon)। গত মাসের ৩১ তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কিন্তু তার পর থমকে গিয়েছিল এক জায়গায়। দক্ষিণবঙ্গবাসীকে দীর্ঘ প্রতীক্ষা করিয়ে শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে।

আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, কলকাতার সর্বত্র প্রবেশ করেছে বর্ষা। ওদিকে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদের অধিকাংশ অংশ এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার কিছু কিছু অংশেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি প্রবেশ করেছে।

দুদিন থেকেই প্রাকবর্ষার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। এদিন দিনভর মেঘলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ। আজ বিকেলের পর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। উল্টে রবিবারের পর বৃষ্টি কমতে পারে, ফিরবে ভ্যাপসা গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি।

আজ শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো কোনো অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামীকালও বৃষ্টি হতে পারে।

weather 61

আরও পড়ুন: কাকুর সাথে যোগ? নিয়োগ দুর্নীতিতে এবার MLA তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার, দার্জিলিং, ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে সতর্কতা। শনি ও রবিবার বৃষ্টি কমবে উত্তরে। তারপর থেকে ২৫ তারিখ পর্যন্ত ফের উত্তরের জেলা গুলিতে তুমুল বজ্রপাত সহ বৃষ্টি হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর