বাংলা হান্ট ডেস্ক: কোথাও কোথাও বৃষ্টি হলেও বজায় রয়েছে ভ্যাপসা গরম। গত মাসেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে এখনও তা সেখানেই থমকে রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে জুনের ১০ তারিখের পর পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ঢুকবে বর্ষা। এর মাঝে কী ফের বাড়বে তাপমাত্রা? কী বলছে আবহাওয়া দপ্তর (Weather Office)?
আজ বিকেলের দিকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৬ তারিখ পর্যন্ত বৃষ্টি বহাল থাকবে। তবে তাতে স্বস্তি মেলার কোনো আশা নেই।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। বিকেলের পর ঝড়বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার।
মঙ্গলবার ভোট গণনার দিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হওয়ার দাপট। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম,নদিয়া এবং মুর্শিদাবাদ। এই সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: ফল প্রকাশের ২৪ ঘণ্টা আগে হাইকোর্টে জয় BJP-র, বিরাট নির্দেশ বিচারপতি সিনহার
আজ ও আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা।