সৌন্দর্য বাড়াতে গিয়ে উলটো বিপদ! মুখ ফুলে মারাত্মক হাল জনপ্রিয় অভিনেত্রীর

বাংলাহান্ট ডেস্ক: গ্ল‍্যামার ওয়ার্ল্ড মানেই ঝাঁ চকচকে, লাইমলাইটের দুনিয়া। শুধুমাত্র রূপোলি পর্দা নয়, মডেলিংয়েও (model) চোখ ধাঁধানো আলো ও স্টারডম অফুরন্ত। বলা হয় গ্ল‍্যামার জগতে প্রতিযোগিতা খুব বেশি। প্রতি নিয়ত সৌন্দর্যের প্রতিযোগিতায় একে অপরকে টেক্কা দিতে মরিয়া তারকারা।

যারা বিনোদন জগৎ নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তারা সকলেই জানেন সৌন্দর্য ও তারুণ‍্য বজায় রাখার জন‍্য কতদূর পর্যন্ত যেতে পারেন তারকারা। সুন্দর মুখকে আরো সুন্দর করে তোলার জন‍্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে দুবারও ভাবেন না তারা।

IMG 20210419 173617
কিন্তু এই বিউটি ট্রিটমেন্টে ভাল ফল না হয়ে উলটে পরিস্থিতি আরো খারাপও হয়ে যেতে পারে। ঠিক এমনটাই হল তামিল অভিনেত্রী রাইজা উইলসনের (raiza wilson) সঙ্গে। সৌন্দর্য বাড়াতে স্কিন স্পেশালিস্টের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু ফল হল মারাত্মক। সোশ‍্যাল মিডিয়ায় চিকিৎসককে তুলোধনা করেছেন রাইজা।

https://www.instagram.com/p/CLtq1jHjJqC/?igshid=s4kmubcrc74s

অভিনেত্রীর কথা অনুযায়ী, মুখে সামান‍্য কিছু ট্রিটমেন্টের জন‍্য চিকিৎসক ভৈরবী সেন্থিলের কাছে গিয়েছিলেন তিনি। তিনিই রাইজাকে বাধ‍্য করেন অন‍্য একটি ট্রিটমেন্ট করাতে যা অভিনেত্রীর দরকার ছিল না। এরপরেই মুখের এক দিক ফুলে যায় রাইজার। চোখের নীচে ফুলে গিয়ে কালশিটে পড়ে যায়।

raiza story 1
ক্ষুব্ধ রাইজা গোটা ঘটনাটা সোশ‍্যাল মিডিয়ায় তুলে ধরেছেন‌। তিনি আরো জানিয়েছেন, বারবার ওই চিকিৎসককে ফোন করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি। তারপর তাঁর কর্মচারী ফোন ধরে জানান তিনি শহরের বাইরে রয়েছেন।

https://www.instagram.com/p/CHVAEvojonR/?igshid=th4n96yubsg4

রাইজার এই পোস্টে নানা জন নানা মন্তব‍্য করেছেন। অনেকে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রীকে। তবে রাইজা যে একা ভুক্তভোগী নন তা জানিয়েছেন অনেকেই। ওই চিকিৎসকের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ উগরে দিয়ে মেসেজ করেছেন রাইজাকে। তবে এখন আগের থেকে ভাল রয়েছেন রাইজা।

Niranjana Nag

সম্পর্কিত খবর