বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ‘প্রাক্তন’ স্মৃতিচারণের ধুম। সোমবারই দীর্ঘ নয় বছর পর একত্রিত হয়েছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষে এতদিন পর আবারও মুখোমুখি হয়েছেন দুই প্রাক্তন। একদিকে যখন ‘দেশু’ ভক্তরা আবেগের ভাসছেন, অন্যদিকে চর্চায় উঠে এসেছেন শুভশ্রীর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বিশেষ করে তীব্র জল্পনা শুরু হয়েছে পরিচালকের প্রাক্তন স্ত্রীর পোস্ট নিয়ে।
দেব-শুভশ্রীর মিলনে কটাক্ষ রাজের (Raj Chakraborty) প্রাক্তন স্ত্রীর
অনেকেই জানেন, শুভশ্রী রাজের (Raj Chakraborty) প্রাক্তন স্ত্রী। এর আগে শতাব্দী মিত্রের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। যদিও বহুবছর আগেই সে সম্পর্ক চুকেবুকে গিয়েছে। কিন্তু এই ঘটনার পরেই ভাইরাল হয়েছে রাজের (Raj Chakraborty) প্রাক্তন স্ত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। কী লিখেছেন তিনি?
কী লিখেছেন শতাব্দী: ফেসবুক পোস্টে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।”
আরও পড়ুন : এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতে বিবেক অগ্নিহোত্রী, ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে এল বড় আপডেট
বহুদিন আগেই হয় ডিভোর্স: রাজ (Raj Chakraborty) শতাব্দীর ডিভোর্স হয় বহুবছর আগে। তখনও শুভশ্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠেনি পরিচালকের। যদিও ইন্ডাস্ট্রির দুই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল রাজের (Raj Chakraborty)। শোনা যায়, সেই কারণেই শতাব্দীর সঙ্গে দূরত্ব বেড়েছিল তাঁর। অতীত মনে করেই কি তবে প্রাক্তন স্বামীকে খোঁচা দিলেন শতাব্দী? পোস্ট ঘিরেই শুরু হয়েছে কানাঘুষো। যদিও রাজ (Raj Chakraborty) এই বিষয়ে কোনও মন্তব্য করেননি এখনও।
আরও পড়ুন : রোহিঙ্গা-বাংলাদেশি মুসলিমদের জড়ো করে প্রাণঘাতী হামলা! TMC-র বিরুদ্ধে বিষ্ফোরক শুভেন্দু
প্রসঙ্গত, রাজ শুভশ্রীর জুটি অবশ্য টলিউডে বেশ জনপ্রিয়। দুই সন্তানকে নিয়ে ভরা সংসার গড়ে তুলেছেন দুজনে। কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন দুটোই সমানতালে সামলাচ্ছেন শুভশ্রী। তবে ধূমকেতুর জন্য দেবের সঙ্গে তাঁর ‘পুনর্মিলন’ আপাতত চলছে জোর চর্চা।