বাংলাহান্ট ডেস্ক : একের পর এক বড় চমক এসে চলেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। দীর্ঘ নয় বছর পর বড়পর্দায় জুটি বেঁধে কামব্যাক করেছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার পুজোর আগেই সারপ্রাইজ দিলেন পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। আগামী ছবির মোশন পোস্টার সামনে আনলেন পরিচালক। আর সেখানেই বড় টুইস্ট। যাদবপুরের ‘হোক কলরব’ স্লোগান উঠে এল তৃণমূল বিধায়কের আসন্ন ছবির পোস্টারে।
রাজের (Raj Chakraborty) আসন্ন ছবি নিয়ে জল্পনা তুঙ্গে
পোস্টারে এক যুবককে দেখা গিয়েছে বিক্ষোভরত ভূমিকায়। পোস্টারে জ্বলজ্বলে লেখা ‘হোক কলরব’। পোস্টারটি শেয়ার করে রাজ (Raj Chakraborty) লিখেছেন, ‘আসছি’। সঙ্গে ট্যাগ করেছেন শুভশ্রী, শাশ্বত চট্টোপাধ্যায়, ওম সাহানি, রোহন ভট্টাচার্য, জন ভট্টাচার্য এবং অভিকা মালাকারকে। এঁরাই যে ছবিতে অভিনয় করবেন তা বেশ বোঝা যাচ্ছে।
ফের রাজনৈতিক ছবি বানাচ্ছেন রাজ: রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে আগেও ছবি তৈরি করেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। ‘প্রলয়’, ‘ধর্মযুদ্ধ’, ‘আবার প্রলয়’ এর মতো ছবি উঠে এসেছে তাঁরই পরিচালনায়। এবার ফের এমনই আরেকটি ছবি নিয়ে আসতে চলেছেন রাজ। পোস্টার নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে নেটমহলে। ছবির বিষয়বস্তু নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন দর্শকরাও।
আরও পড়ুন : শর্তসাপেক্ষে অনুমতি, পুজোর আগেই খুলছে রুফটপ রেস্তোরাঁ, কী কী নিষেধাজ্ঞা চাপল?
কী বললেন পরিচালক: ‘হোক কলরব’, ২০১৪ সালে এই স্লোগানে মুখরিত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে বিরাট আকার ধারণ করেছিল আন্দোলন। যাদবপুরের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড কি তবে এই ছবিতে তুলে ধরবেন রাজ (Raj Chakraborty)?
আরও পড়ুন : স্টেশনে পৌঁছানোর আগেই কাটতে পারবেন টিকিট, মিলবে বড়সড় ছাড়ও! বড় চমক কলকাতা মেট্রোর
সংবাদ মাধ্যমকে পরিচালক বলেন, ‘কলরব’ শব্দটিকেই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। যাদবপুর বা অন্য কোনও বিশ্ববিদ্যালয়ের ঘটনাই এখানে হুবহু তুলে ধরা হবে না বলে জানান রাজ। সেই সঙ্গে তিনি এও বলেন, তাঁর দল কখনও তাঁর পরিচালনার কাজে হস্তক্ষেপ করে না। আগামী ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে হোক কলরব।এই ছবিতেই আবারও প্রযোজক হিসেবে দেখা যাবে শুভশ্রীকে।