অসাধারন কমিক সেন্স! ভাইরাল ভিডিও দেখে ‘অ্যাংরি দিদি’র প্রশংসায় পঞ্চমুখ রাজ চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় প্রতিদিনই নিত‍্যনতুন ভিডিও (video) চোখে পড়ে। তার মধ‍্যে কিছু ভিডিও আলাদা করে নজর কেড়ে নেয়। হয়তো খুব সাধারন ভাবে বানানো ভিডিওই হয়ে কন্টেন্ট ও দক্ষতায় হয়ে ওঠে অসাধারন। লকডাউনে এমনই বহু প্রতিভা ভাইরাল (viral) হয়েছে নেটদুনিয়ায়। তাদছর মধ‍্যে অন‍্যতম উর্ণা ব‍্যানার্জি (urna banerjee)।
তবে এই নাম বললে অনেকেই হয়তো চিনতে পারবেন না তাঁকে। সোশ‍্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় ‘অ্যাংরি দিদি’ (angry didi) নামে। সাদা বড় ফ্রেমের চশমা তাঁর ‘ট্রেড মার্ক’। রোজকার সাধারন ঘটনাই তার বলার গুণে ও কমিক সেন্সে হয়ে ওঠে মজাদার। দেখতে দেখতে ফলোয়ারের লম্বা লিস্ট করে ফেলেছেন সবার প্রিয় অ্যাংরি দিদি।


এবার সেই তালিকায় যুক্ত হলেন খোদ টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (raj chakraborty)। উর্ণার সাম্প্রতিক একটি ভিডিও শেয়ার করে প্রশংসা করেছেন রাজ। সদ‍্য প্রকাশিত মাধ‍্যমিকের ফলাফল নিয়ে ভিডিওটি বানান উর্ণা। তাঁর কমিক সেন্সের প্রশংসা করে পরিচালক লেখেন, ‘জানি না তুমি কে, কিন্তু তোমার কমেডি সেন্স অসাধারন। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন’।
স্বাভাবিক রাজের থেকে এমন উৎসাহ পেয়ে আপ্লুত উর্ণা। ধন‍্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন‍্যবাদ রাজ চক্রবর্তী স‍্যর। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার ভিডিও শেয়ার করার জন‍্য ধন‍্যবাদ। এটা সারাজীবন মনে থাকবে আমার। ২০২০র সেরা উপহার।’

https://www.facebook.com/107648697614476/posts/147579050288107/

প্রসঙ্গত, অ্যাংরি দিদি নামে সোশ‍্যাল মিডিয়ায় মজার ভিডিওর পেজ চালান উর্ণা ব‍্যানার্জি। যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে তুলনামূলক সাহিত‍্য নিয়ে পড়ছেন তিনি। বাদশার ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিও নিয়ে মজাদার ভিডিও বানিয়ে প্রথমে নজর কাড়েন তিনি। এখন রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন অ্যাংরি দিদি। পেজে ৬০ হাজার ফলোয়ার ছুঁতে চলল তাঁর।

X