রাজের কোম্পানির নতুন বস, মাত্র তিন মাস বয়সেই ছেলে ইউভানের হাতে দায়িত্ব তুলে দিলেন পরিচালক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বয়স মাত্র তিন মাস। এখন থেকেই বাবা রাজ চক্রবর্তীর (raj chakraborty) সমস্ত কাজ কারবারের দায়িত্ব নিয়ে নিল ছেলে ইউভান (yuvaan)। গদি আঁটা চেয়ারে বসে ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’ এর নতুন বস (boss) বনে গেল ইউভান। এমনটাই খোদ জানিয়েছেন রাজ।

অবাক হলেন তো শুনে? আসলে এই সবটাই মজার ছলেই বলেছেন রাজ। ছেলেকে নিজের অফিসের চেয়ারে বসিয়ে একটি ছবি তুলেছেন পরিচালক। তারপর ক‍্যাপশনে লিখেছেন, ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’ এর নতুন বস ইউভান চক্রবর্তী। আমি নিশ্চিন্ত। ও এখন থেকে সব দায়িত্ব সামলাবে।’


ছবিটি শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে। ছোট্ট ইউভানকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটজনতা। ইতিমধ‍্যেই ৪০ হাজার ছুঁতে চলেছে লাইকের সংখ‍্যা। টলিউডের এই খুদে সেলিব্রিটিকে আদরে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটপাড়ার বাসিন্দারা।


প্রসঙ্গত, বছরের শেষে ইউভানকে ছাড়াই পার্টিতে মাততে দেখা গিয়েছিল রাজ ও শুভশ্রীকে। শহরের এক জনপ্রিয় নাইট ক্লাবে তুমুল পার্টিতে মাততে দেখা যায় দুজনকে। এদিন শুভশ্রীকে দেখলে বোঝা শক্ত যে তিনি সদ‍্য মা হয়েছেন। শর্ট কালো ড্রেসে চরম হট দেখাচ্ছিল অভিনেত্রীকে। পাশে ধূসর রঙা ব্লেজারে একই রকম হ‍্যান্ডসাম রাজ চক্রবর্তীও।

হাতে পানীয়ের গ্লাস নিয়ে বন্ধুদের সঙ্গে পোজ দিতেও দেখা যায় শুভশ্রীকে। গানের তালে চুটিয়ে নাচতে দেখা গেল এদিন দুজনকেই। পার্টিতে উপস্থিত ছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী, অভিনেত্রী পার্নো মিত্র, গৌরব চক্রবর্তী ও তাঁর স্ত্রী ঋদ্ধিমা চক্রবর্তীও। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে ছবি ও ভিডিও গুলি শেয়ার করেন শুভশ্রী।

সম্প্রতি বাড়িতেই খ্রিস্টমাসের ডেকোরেশন করে বড়দিন পালন করেন রাজ ও শুভশ্রী। সেই সঙ্গে নতুন লুকে সাজে ইউভানও। সাদা শার্ট, নীল প‍্যান্টে দেখা যায় তাকে। সঙ্গে চুলে স্পাইক। এছাড়া স‍্যান্টার লাল টুপি পরে উপহারের বাক্সের মধ‍্যে বসেও ক‍্যামেরাবন্দি হয় ইউভান। পরিবারের সকলের সঙ্গে ওয়াইনের গ্লাস নিয়ে চিয়ার্সও করেন রাজ। তবে শুভশ্রী এখনো ও রসে বঞ্চিত। শাশুড়ি মায়ের থেকে আদর খেতেও দেখা যায় বৌমা শুভশ্রীকে।

এদিন ক্রিম রঙের শর্ট ড্রেসে দেখা গিয়েছিল ‘হট মাম্মা’ শুভশ্রীকে। সঙ্গে ঠোঁটে লাল লিপস্টিক। রাজের পরনে ছিল লাল টিশার্ট। খ্রিস্টমাস ট্রি, স্নো ম‍্যানের সামনে বসে রাজের কাঁধে মাথা রেখে ছবিও তোলেন অভিনেত্রী।

X