ছেলের নতুন ছবি শেয়ার করলেন বাবা রাজ চক্রবর্তী, মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের ভাইরাল হল রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) ছোট্ট ছেলে ইউভান চক্রবর্তীর (yuvaan) নতুন ছবি (photo)। বয়স সবে এক মাস পেরিয়েছে। এখনই জনপ্রিয়তায় অনেক তারকাকে হার মানাবে ইউভান। জন্মের পর থেকেই খুদে তারকা বনে গিয়েছে সে।

ছেলের নতুন ছবি শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। সকালে ঘুম থেকে উঠেই সবাইকে ‘গুড মর্নিং’ বলছে ইউভান। ছোট্ট মুখে পড়ছে সূর্যের আলো, হাতে পড়েছে পুঁচকে গ্লাভস। ইউভানের এই ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়।
১২ অক্টোবর এক মাস পূর্ণ করল রাজ চক্রবর্তী ও শুভশ্রীর ছেলে ইউভান।

ছেলের জন্মদিন উপলক্ষে এদিন একটি ছবি শেয়ার করেন রাজ ও শুভশ্রী দুজনেই। ছবিতে দেখা যায় মায়ের আঙুল আঁকড়ে ধরে দিব‍্যি নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে ইউভান। ছবিটি শেয়ার করে রাজ লেখেন, ‘মা ও ছেলের সম্পর্ক। যে মুহূর্ত থেকে ও আমাদের জীবনে এসেছে, মায়ের মতোই হয়েছে।’

https://www.instagram.com/p/CGY2pSwpfCn/?igshid=8ea55gml10b0

 

অপরদিকে শুভশ্রী ছবি শেয়ার করে লেখেন, ‘আমার বেঁচে থাকার কারণ।’ ছবি শেয়ার করতেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনুরাগীরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছে ছোট্ট ইউভানকে।

জন্মাবার সঙ্গে সঙ্গেই সকলকে নিজের ভক্ত বানিয়ে ফেলেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর ছেলে ইউভান। এই খুদের রোজনামচার দিকেই এখন নজর নেটপাড়াবাসীর। রাজ বা শুভশ্রীর থেকে ইউভানের নতুন ছবি পেলেই লাইক কমেন্টের বন‍্যা বয়ে যায়। অনুরাগীদের কথা ভেবে ইউভানের নিত‍্যনতুন ছবি, ভিডিও শেয়ারও করেন রাজ শুভশ্রী।

X