বাংলাহান্ট ডেস্ক: “আপ কৌন হো হিন্দু ইয়া মুসলমান? ম্যায় উয়ো হু জিসমে সবকি ভলাই হো”, আম্মি অর্থাৎ স্বাতীলেখার মুখের এই একটি সংলাপ গায়ে কাঁটা দিতে বাধ্য। পরিচালক রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘ধর্মযুদ্ধ’-এরই সংলাপ এটি। দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্ধের আভাস, সুখী পরিবারকে তছনছ করে কীভাবে যুদ্ধের আবহ সৃষ্টি করে সেটাই উঠে আসবে এই ছবিতে।
অতিসম্প্রতি মুক্তি পেয়েছে ‘ধর্মযুদ্ধ’-এর টিজার। প্রায় ১ মিনিটের টিজারে রয়েছে একের পর এক চমক। প্রথমেই আসি অভিনেত্রীর শুভশ্রীর গাঙ্গুলীর কথায়। শ্যামলা রঙ, মলিন হলুদ শাড়িতে একেবারেই ছাপোষা গ্রামীণ মহিলার চরিত্রে ধরা দিয়েছেন তিনি। ‘মুন্নি’-র চরিত্রে এক নজর দেখলে বাস্তবের গ্যাম্লারাস শুভশ্রীর সঙ্গে মিল পাবেন না কোথাওই। সে নিজে সন্তানসম্ভবা। অটোচালক স্বামীকে নিয়ে সুখের সংসার মুন্নির। মাত্র কিছুক্ষের টিজারে স্বামী-স্ত্রীর মধ্যে হালকা প্রেম, খুনসুটির দৃশ্য ফুটে উঠেছে।
অপরদিকে ভিন্নধর্মাবলম্বী প্রেমিকের হাত ধরে কলকাতায় আসে শবনম অর্থাৎ পার্নো মিত্র। দুটি আলাদা আলাদা সম্পর্কের জীবন চলার মধ্যেই হঠাৎ করে শুরু হয় ধর্মযুদ্ধ। মুন্নির চরিত্রে শুভশ্রী, শবনমের চরিত্রে পার্নো, রাঘব, জাফর ও আম্মির চরিত্রে ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী ও স্বাতীলেখা মিত্র আলাদা ভাবে নজর কাড়েন। শুভশ্রীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন সপ্তর্ষি মৌলিক।
‘ধর্মযুদ্ধ’ ছবিটির পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। যৌথ ভাবে ছবির গল্প লিখেছেন রাজ ও পদ্মনাভ। বিয়ের পর এটাই শুভশ্রীর দ্বিতীয় ছবি। এর আগে স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পরিণীতা’ ছবিটি বেশ সাফল্য পায় বক্স অফিসে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগামী ২০ মার্চ মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।