গঙ্গাসাগর যাত্রীদের জন্য সুখবর! চিকিত্সার জন্য অ্য়াম্বুলেন্স পরিষেবা দেবে রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্ক :আর মাত্র হাতে ঠিক দুমাস পরেই গঙ্গাসাগর মেলা। আগামী বছর শুরু হচ্ছে ১০ জানুয়ারী থেকে। তাই গঙ্গাসাগর মেলা নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে। প্রতিবছর মেলা উপলক্ষ্যে লক্ষ লক্ষ পুন্যার্থী ভিড় জমান গঙ্গা সাগরে। পশ্চিমবঙ্গ থেকেও লক্ষাধিক মানুষ গঙ্গাসাগরে যান।দেশ বিদেশ থেকে কোটি কোটি পুন্যার্থীর আগমন হয় এই সময়। ভিড়ের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে কিংবা কোনো ভাবে অসুস্থ হয়ে পড়লে অসুস্থদের কলকাতায় নিয়ে আসা হতো। তাই এতদিন অবধি হেলিকপ্টার ব্যবস্থা ছিল।

তবে এবার পুন্যার্থীদের চিকিত্সার দিকটি আরও উন্নত করতে এবার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। তাই অ্যাম্বুলেন্স কেনার জন্য ইতিমধ্যেই রাজ্য পরিবহন দফতরের তরফ থেকে টেন্ডার ডাকা হয়েছে।তাই এবছরে রাজ্য সরকার দুটি এয়ার অ্যাম্বুলেন্স টেন্ডার নেওয়ার কথা ঘোষনা করেছে।maa tara ambulance service raja ram mohan roy sarani kolkata ambulance services xoayk

তাই কুম্ভ মেলার পর এবার গঙ্গাসাগরে এই প্রথমবার  এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে। তাই হেলিকপ্টারে করে রোগী আনার পর সেই হেলিপ্যাডেই এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে আর তাতে রোগীর চিকিত্সা ক্ষেত্রে সুবিধা হবে। উল্লেখ্য, এর কয়েকদিন আগে রাজ্য সরকারের তরফে কলকাতা থেকে গঙ্গাসাগর অবধি যাওয়ার জন্য একটি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

যার মাধ্যমে অত্যন্ত কম সময়ের মধ্যে য়াত্রীরা গঙ্গাসাগরে পৌঁছাতে পারবেন। অর্থাত্, যেখানে শিয়ালদহ গিয়ে তবে আবারও ট্রেন চেঞ্চ করে তবে যেতে হত তাই অনেক ঝক্কি পোহাতে হত। কিন্তু এবার থেকে মিলেনিয়াম পার্কের ঘাটে লঞ্চ থাকবে। যাত্রীরা সকাল সাতটার সময় গঙ্গাসাগর যাওয়ার জন্য ওই লঞ্চে উঠলে ঠিক সকাল ১০টায় গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পৌঁছে দেবে।

সম্পর্কিত খবর