টাকার লোভ! ৫০০ কোটির জন্য রাজ কাপুরের ঐতিহ্যবাহী বাংলো বেচে দিল কাপুর পরিবার

বাংলাহান্ট ডেস্ক: রাজ কাপুর (Raj Kapoor), বলিউড ইন্ডাস্ট্রির একজন মহীরুহ স্বরূপ। একাধারে অভিনেতা থেকে পরিচালক, প্রযোজকও ছিলেন তিনি। কাপুর পরিবারের প্রাণপুরুষ রাজ কাপুর বলিউডেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুর প্রায় তিন দশক পরে মুম্বই শহর থেকে মুছে যেতে বসেছে তাঁর জীবনের সঙ্গে জড়িত এক চিহ্ন।

চেম্বুরে রাজ কাপুরের ঐতিহ্যবাহী বাংলোটি বিক্রি হয়ে গেল গোদরেজ প্রপার্টিজ লিমিটেডের কাছে। কাপুর পরিবারের কাছ থেকে সমস্ত আইনি নিয়মকানুন মেনেই বাংলোটি কিনে নিয়েছে ওই সংস্থা। খ্যাতনামা বাংলোটি কিনে সেখানে একটি বিলাসবহুল হাউজিং প্রোজেক্ট শুরু করার কথা বলা হয়েছে সংস্থার তরফে।

raj kapoor bungalow

সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে জানান, মোট ১ একর জমির উপরে তৈরি রাজ কাপুরের বাংলোটি। এখন কাপুর পরিবারের মালিকানাতেই রয়েছে বাংলোটি। তাদের কাছ থেকে বাংলোটি কিনেছে ওই সংস্থা। ওই জমিতে একটি প্রিমিয়াম হাউজিং প্রোজেক্ট করা হবে, যার আনুমানিক বাজেট ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। তবে কাপুর পরিবারের কাছ থেকে বাংলোটি কত টাকায় কেনা হয়েছে তা প্রকাশ করেনি সংস্থা।

এবার আসা যাক রাজ কাপুরের বাংলোর কথায়। চেম্বুরের দেওনার ফার্ম রোডে রয়েছে এই সুবিশাল বাংলো। ২০১৯ সালেই কাপুর পরিবারের কাছ থেকে চেম্বুরের আর কে স্টুডিওজ কিনে নিয়েছিল। গোদরেজ আর কে এস নামে নতুন প্রোজেক্টটি চলতি বছরেই প্রকাশ্যে আসার কথা।

বিষয়টা নিয়ে মুখ খুলেছেন কাপুর পরিবারের বর্তমান সর্বজ্যেষ্ঠ সদস্য, রণধীর কাপুর। তিনি বলেন, রাজ কাপুরের বাংলো তাঁদের পরিবারের অন্যতম গর্বের বিষয়। আর কে স্টুডিওজের পর আবারো এই বাংলোর জন্য গোদরেজ কোম্পানির সঙ্গে যুক্ত হয় খুশি তাঁরাও।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর