আগামী শুনানি পর্যন্ত গ্রেফতার করা যাবে না, অন্তর্বর্তীকালীন জামিন পেলেন রাজ কুন্দ্রা

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে কিছুদিনের জন‍্য স্বস্তি পেলেন ব‍্যবসায়ী রাজ কুন্দ্রা (raj kundra)। পর্নোগ্রাফি মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আগামী শুনানির দিন অর্থাৎ ২৫ অগাস্ট পর্যন্ত তাঁকে আর গ্রেফতার করা যাবে না। যদিও অপর একটি পর্ন মামলায় এখনো পর্যন্ত জেলবন্দিই রয়েছেন রাজ।

সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ২০২০ সালে মুম্বই সাইবার সেলের তরফে রাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলারই শুনানি হয় এদিন। রাজ কুন্দ্রার আইনজীবী দাবি করেন, রাজের সঙ্গে এই মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে এমন অনেকে ইতিমধ‍্যেই জামিনে মুক্ত। তাছাড়া রাজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ৭ বছরের কম কারাদণ্ডের শাস্তিযোগ‍্য।

Raj Kundra Shilpa shetty
অপরদিকে পাবলিক প্রসিটিউটর কুন্দ্রার জামিনের বিপক্ষে সওয়াল করে বলেন, মামলায় অন‍্যান‍্য দের থেকে রাজের বিরুদ্ধে অভিযোগ আরো গুরুতর। তবে বম্বে হাইকোর্ট দু পক্ষেরই বয়ান শুনে রাজকে অন্তর্বর্তীকালীন জামিনের সিদ্ধান্ত নেয়।

প্রায় এক মাস হয়ে গিয়েছে জেলবন্দি অবস্থায় রয়েছেন রাজ কুন্দ্রা। গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক বিষ্ফোরক তথ‍্য প্রকাশ‍্যে আসছে। তাঁর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন একাধিক মডেল অভিনেত্রী।

পর্নোগ্রাফিক ভিডিও তৈরি ও মোবাইল অ্যাপের মাধ‍্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন তিনি। এদিকে রাজ গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক বিষ্ফোরক তথ‍্য প্রকাশ‍্যে আসছে। তাঁর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুলে সরব হয়েছেন একাধিক মডেল অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর