ছেলে কোলে নিয়েই পুজো মণ্ডপে রাজ-শুভশ্রী, ছোট্ট পাজামা-পাঞ্জাবিতে মন কাড়ল ইউভান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অষ্টমীতে সোশ‍্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) ছেলে ইউভান চক্রবর্তীর (yuvaan) ছবি (photo)। ছোট্ট পাজামা পাঞ্জাবি পরে তার ঘুমন্ত মুখের ছবি এক লহমায় মন কেড়ে নিয়েছিল নেটিজেনদের। এবার ফের কয়েকটি ছবি শেয়ার করেছেন রাজ।

তবে এবার শুধু ছেলে নয়, সঙ্গে স্ত্রী শুভশ্রীরও ছবি পোস্ট করেছেন পরিচালক। মুখে মাস্ক, ক্রিম ও পিচ রঙের সালোয়ার স‍্যুটে দেখা গেল অভিনেত্রীকে। পাশে পাঞ্জাবিতে রাজ। ছেলেকে কোলে নিয়ে দূর্গা ঠাকুরের সামনে পুজোয় যোগ দিলেন রাজ শুভশ্রী। সেই সব ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

অষ্টমীতে ঘুমন্ত ইউভানের ছবি শেয়ার করে ছেলের হয়ে শুভশ্রী লেখেন, ‘শুভ অষ্টমী। মাফ করবেন আমার আজ খুব ঘুম পাচ্ছে।’ ছোট্ট ইউভানের সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়। অনুরাগীরা আদরে ভরিয়ে দেয় কমেন্ট বক্স।

https://www.instagram.com/p/CGwYbYrJqnJ/?igshid=198gqbrsj27c5

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই বয়স এক মাস পেরিয়েছে। এখনই জনপ্রিয়তায় অনেক তারকাকে হার মানাবে ইউভান। জন্মের পর থেকেই খুদে তারকা বনে গিয়েছে সে। জন্মাবার সঙ্গে সঙ্গেই সকলকে নিজের ভক্ত বানিয়ে ফেলেছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর ছেলে ইউভান।

https://www.instagram.com/p/CGuiH5EJ98M/?igshid=1oyms7slkoth7

 

এই খুদের রোজনামচার দিকেই এখন নজর নেটপাড়াবাসীর। রাজ বা শুভশ্রীর থেকে ইউভানের নতুন ছবি পেলেই লাইক কমেন্টের বন‍্যা বয়ে যায়। অনুরাগীদের কথা ভেবে ইউভানের নিত‍্যনতুন ছবি, ভিডিও শেয়ারও করেন রাজ শুভশ্রী।

X