বর্ষবরণে বজায় রইল “রীতি”, বিদেশের সমুদ্র সৈকতে ঠোঁটে ঠোঁট রাজ-শুভশ্রীর

বাংলাহান্ট ডেস্ক : বছর ফুরোনোর আগেই পরিবারের সকলকে নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Subhashree)। ফুকেটের সমুদ্র সৈকত থেকে ফ্যামিলি হলিডের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁদের। এবার বর্ষবরণের রাতেও আদুরে ছবি ভাগ করে নিলেন টলিপাড়ার সেলেব দম্পতি। বিগত কয়েক বছরের ‘নিয়ম’ এ বছরেও পালন করলেন দুজনে।

বর্ষবরণের বিশেষ ছবি শেয়ার করলেন রাজ-শুভশ্রী (Raj Subhashree)

কাজ করো আর ঘুরে বেড়াও, এই নীতিতেই বিশ্বাসী রাজ শুভশ্রী (Raj Subhashree)। সময় পেলেই এদিক ওদিক ঘুরতে চলে যান তাঁরা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ফুকেটেই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজশ্রী জুটি। এসেছে তাঁদের ‘স্পেশ্যাল’ ছবিও। সোশ্যাল মিডিয়ায় ওই মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করেছেন তাঁরা।

Raj subhashree liplock photo going viral

লেন্সবন্দি আদুরে মুহূর্ত: এদিন শুভশ্রীকে দেখা গেল সাদা শর্ট ড্রেসে। রাজও পরেছিলেন একই রঙের শার্ট। সমুদ্রের ধারে লোক ভর্তি। আকাশে রঙিন আতশবাজির ছটা, ফানুস। তার মাঝেই পরস্পরের ঠোঁটে ঠোঁট ডোবালেন রাজ শুভশ্রী (Raj Subhashree)। তাঁদের একান্ত প্রেমের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে থাকল। ছবি, ভিডিওগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার’।

আরো পড়ুন : ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডে সম্মতি এই দেশের! নিমিশাকে বাঁচাতে এবার বড় ঘোষণা দিল্লির

খোলামেলা প্রেম করেন দুজনে: বর্ষবরণের রাতে এই বিশেষ ‘রীতি’ বিগত কয়েক বছর ধরেই মেনে আসছেন রাজ শুভশ্রী (Raj Subhashree)। শুধু বর্ষবরণ নয়, পরস্পরের জন্মদিনেও একে অপরকে ভালোবাসায় ভরান তাঁরা। এতে কে কী ভাবল, কে কী বলল তাতে তাঁদের কিছুই যায় আসে না। সবার সামনেই প্রেম জাহির করতে পছন্দ করেন দুজনে। ট্রোলারদেরও পাত্তা দেন না রাজ শুভশ্রী।

আরো পড়ুন : বাবা হচ্ছেন ‘ফুলকি’র খলনায়ক, বছরের প্রথম দিনেই বিরাট সুখবর সুদীপ-অনিন্দিতার, কবে আসছে সন্তান?

প্রসঙ্গত, বিয়ের পর থেকে প্রায়ই স্বামী রাজের ছবির নায়িকা হতে দেখা যায় শুভশ্রীকে। এর আগে পরিচালক বলেছিলেন, ছেলে মেয়ের থেকেও স্ত্রী শুভশ্রী তাঁর কাছে আগে। তিনি স্পষ্টই বলেন, অনেকেই তাঁকে ভুল বুঝতে পারে বা খারাপ ভাবতে পারে। তবে তাতে তাঁর কিছুই যায় আসে না। রাজের কথায়, বাচ্চাদের থেকেও তাঁর কাছে তাঁর বউ আগে। তবে এখন সন্তানদের কাছে ক্ষমা চেয়ে নিলেও পরিচালক মন্তব্য করেন, বড় হয়ে তারা তাঁকে ঠিক বুঝবে।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর