‘ব্যক্তিগত-রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হয়েছে’, AI নির্মিত নগ্ন ছবি বিতর্কে এবার বড় পদক্ষেপ রাজন্যার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : কসবা ল কলেজের ঘটনা সামনে আসার পরেই মূল অভিযুক্তর বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলেরই সাসপেন্ডেড নেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)। তিনি দাবি করেছিলেন, মনোজিতের মোবাইল ফোনে নাকি তাঁরও AI দ্বারা নির্মিত নগ্ন ছবি রয়েছে। সেই ছবি নাকি একাধিক মোবাইল ফোনে ছড়ানোও হয়েছে। একাধিক বার এহেন অভিযোগ তোলার পর এবার আইনি পদক্ষেপ নিলেন রাজন্যা (Rajanya Haldar)। সোনারপুর পুলিশ স্টেশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি।

নগ্ন ছবি বিতর্কে আইনি অভিযোগ রাজন্যার (Rajanya Haldar)

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে নির্মিত তাঁর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে শনিবার সোনারপুর থানায় সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)। অভিযোগ পত্রে তিনি দাবি করেছেন, তাঁর AI নির্মিত, ফটোশপ করা বিকৃত ছবি বিভিন্ন মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার দুষ্ট অভিপ্রায়ে এমনটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Rajanya haldar filed complaint on ai AI Fabricated Photo controversy

কী অভিযোগ করেছেন রাজন্যা: ইমেল মারফত পাঠানো অভিযোগ পত্রে রাজন্যা (Rajanya Haldar) লিখেছেন, ‘আমার আরও সম্মানহানি করার জন্য কয়েকজন এও বলছেন, যে এটা আমার আসল ছবি। এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। আমার কাছে কানাঘুষোয় যে নামগুলি এসেছে এবং কয়েকজন সন্দেহভাজনের নামও আমি প্রকাশ করতে রাজি আছি। যদিও আমি জানি যে এই ছবি সম্পূর্ণ ভাবে বিকৃত করা হয়েছে, তাও আমি অনুরোধ করছি এই ছবি বিকৃত না আসল সে বিষয়ে একটি রিপোর্ট দিতে’।

আরও পড়ুন : কিশোরের লালসার শিকার শিশুরা, থানা থেকে অভিযুক্তকে টেনে বের করে জনতা! যা হল পরিণাম…

দ্রুত পদক্ষেপের আর্জি: রাজন্যা (Rajanya Haldar) আরও অভিযোগ করেছেন, তাঁর অজান্তে কৃত্রিমভাবে এই বিকৃত ছবিগুলি তৈরি করা হয়েছে। এর ফলে তাঁর ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের আওতায় এটি শাস্তিযোগ্য অপরাধ। এমনটা দাবি করে রাজন্যা (Rajanya Haldar) আর্জি জানিয়েছেন, এ বিষয়ে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।

আরও পড়ুন : ৬ লক্ষ টাকা দিয়ে বিদ্যুৎ দফতরে চাকরি, নেপথ্যে তৃণমূল! ‘গোপন চিরকুট’ ফাঁস করে তোলপাড় ফেললেন সুকান্ত

প্রসঙ্গত, কসবা গণধর্ষণ কাণ্ডের পরেই রাজন্যা দাবি করেছিলেন, মূল অভিযুক্তের ফোনে তাঁরও বিকৃত ছবি রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছেও মুখ খুলেছেন তিনি। পালটা তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ থেকে তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। এমনকি রাজন্যার আগের ব্যান্ডেরই আরেক সদস্যাও তাঁর মন্তব্যকে ‘সাজানো’ বলে অভিযোগ করেছেন। দলের থেকে সাসপেন্ড হওয়াতেই নাকি এখন এমন অভিযোগ আনছেন রাজন্যা, অভিযোগ করেছেন সেই সদস্যা।