তিলোত্তমাদের নিয়ে তৈরী হচ্ছে সিনেমা! বিতর্ক তৈরী হতেই মুখ খুললেন রাজন্যা

বাংলা হান্ট ডেস্ক : ‘আগমনী: তিলোত্তমাদের (Tilottoma) গল্প’ আগামী ২ অক্টোবর মহালয়ার দিনেই মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের এই সিনেমা। আসন্ন এই সিনেমার পোস্টার দেখেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। আসন্ন এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার (Rajanya Haldar)। সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তৃণমূলেরই আরও নেতা প্রান্তিক চক্রবর্তী।

তিলোত্তমাদের (Tilottoma) নিয়ে তৈরী হচ্ছে সিনেমা

এই সিনেমার পোস্টারেই লেখা রয়েছে, ‘আরজি কর ঘটনার পটভূমি।’ তারপরেই এই সিনেমার বিষয়বস্তু নিয়ে তৈরী হয়েছে প্রশ্ন। তবে কি আরজি কর কাণ্ডের ছাপ থাকছে ছবিতে? আসলে বিচারাধীন কোনও বিষয় নিয়েই সিনেমা তৈরী করা যায় না। এটা নিয়মের বিরোধী।

তাই অনেকেই প্রশ্ন তুলছেন, ‘একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না,এমনকি লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফিও করা যাচ্ছে না, তখন সেই বিষয় নিয়ে সিনেমা তৈরী করা যায় কীভাবে?

আরও পড়ুন : ‘উৎসবে ফিরুন, প্রতিবাদেও থাকুন’! টেক্কা মুক্তির আগে নিন্দুকদের ধুয়ে দিলেন দেব

এই আসন্ন সিনেমা নিয়ে বিতর্ক তৈরী হতেই, টিভি নাইন বাংলার যোগাযোগ করা হয়েছিল রাজন্যার সাথে। জবাবে রাজন্যা বলেছেন, ‘কোনও ন্যারেটিভ সেট করার বিষয় নেই। কোনও তদন্তের বিষয়, বিচার ব্যবস্থা বা কোনও তথ্যের সঙ্গেও কোনও যোগসূত্রই নেই এই ছবির। যাঁরা এই প্রশ্নগুলো তুলছেন, তাঁদের উদ্দেশে বলব, আসবেন, এসে ছবিটা দেখবেন, তারপর বিচার করবেন। প্রেক্ষাগৃহে বা ওটিটিতে, বা ফেসবুক-ইউটিউবে যেখানেই মুক্তি পাক না কেন, আগে ছবিটি দেখার আবেদন রইল। না দেখে সবক্ষেত্রে বিচার করবেন না।’

Tilottoma

এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা রুদ্রনীল বলেছেন, ‘আমার ছবির বিষয়বস্তু জানা নেই। তবে এটা ঠিক বিচারাধীন কোনও বিষয় নিয়ে কাজ করা যায় না। সেটা নিয়মের বাইরে, আইনের বাইরে। যদি সত্যি এতে আরজি কর কাণ্ডের কিছু থেকে থাকে, তবে তা আগুনে হাত দেওয়া হবে। আর যদি না থাকে, তবে তো কোনও সমস্যা থাকার কথা নয়। আমরা সকলেই চাই বিচার হোক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর