আজই BJP-তে যাচ্ছেন তৃণমূলের প্রাক্তনী রাজন্যা-প্রান্তিক? জল্পনার মাঝেই মুখ খুলে বললেন, রাজনীতিতে…

Published on:

Published on:

rajnya halder
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের (Trinamool Shahid Diwas) মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রেখে ঝড় তোলা সোনারপুরের মেয়ে রাজন্যা হালদার (Rajanya Haldar) বর্তমানে নিজেই তৃণমূল থেকে বহিষ্কৃত। আরজি করের ঘটনার পর দলের রোষের মুখে পড়েন তিনি। মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। তৃণমূলের সঙ্গে দূরত্ব আরও বেড়েছে, যোগাযোগই নেই কোনও। কেউ কেউ বলছিলেন বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে রাজন্যা-প্রান্তিকের। এই সমস্ত যাবতীয় জল্পনার এবার অবসানের সময়।

আজই ফুল পরিবর্তন রাজন্যা-প্রান্তিকের? Rajanya Haldar

সূত্রের খবর, আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজন্যা-প্রান্তিক। শোনা যাচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে আজ দুপুরেই সল্টলেকে বিজেপি দফতরে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন রাজন্যা-প্রান্তিক।

এ বছর দুর্গাপুজোয় রাজন্যা-প্রান্তিককে জুটিকে দেখা যায় সজল ঘোষের পুজোয়। মহাষ্টমীতে বিজেপির পুজোতেও উপস্থিত হয়েছিলেন তাঁরা। সেই থেকেই বিজেপি যোগদানের জল্পনা জোরালো হতে শুরু করে। অবশেষে শোনা যাচ্ছে এদিন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে চলেছেন রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তী।

একসময় তৃণমূলের ছাত্র পরিষদের অন্যতম নেত্রী রাজন্যা হালদার এদিন সমাজমাধ্যমে বিশেষ ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। স্বামী বিবেকানন্দের ছবিতে মালা চড়িয়ে একটি ছবি পোস্ট করে ক্য়াপশনে রাজন্যা লিখেছেন, ‘লেটস চেঞ্জ’ ‘আমার বাংলা রক্তাক্ত হয়ে উঠেছে। গণতন্ত্র ধার চাই।’

Rajanya Halder

আরও পড়ুন: পর পর সুখবর! আরও দাম কমে গেল সোনার, আজকের রেট দেখে নিন

এরই মধ্যে টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এদিন রাজন্যা বলেন, ‘রাজনীতিতে সবই সম্ভবনাময়। সময় উত্তর দেবে।’ এদিকে প্রান্তিক জানালেন, ‘দলবদল কথায় আমি বিশ্বাস করি না। বরং আমি বিশ্বাস করি, ভাবনার পরিবর্তনে। আমি শুধুমাত্র সময়ের চাহিদাটা বুঝি। রাজনীতি সব সময়ই সম্ভবনাময়। সময় উত্তর দেবে।’