দুর্নীতি কি ঠেকানো যাবে? SSC পরীক্ষা দিতে গিয়ে রাজন্যা বললেন, আমি চান্স পাই কী না পাই…

Published on:

Published on:

Rajanya Halder

বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের পর রবিবার একাদশ-দ্বাদশের এসএসসি পরীক্ষা (SSC Exam)। পরীক্ষা দিচ্ছেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার। বহু টালবাহানার পর পরীক্ষা তো হচ্ছে, কিন্তু দুর্নীতি কি ঠেকানো যাবে? এই এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চাকরিপ্রার্থীদের মধ্যে। এদিন একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষায় বসলেন বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারও (Rajanya Halder)। তবে তার মনেও আশঙ্কার মেঘ।

ঠিক কি বললেন রাজন্যা? Rajanya Halder

রবিবার টিভি নাইন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজন্যা বলেন, “আশা রাখার চেষ্টা করছি। আজ প্রায় আড়াই লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে। আশা রাখার চেষ্টা করছি বলেই হাজার হাজার মানুষের মতো আমিও পরীক্ষায় বসছি। আমার শিক্ষাগত যোগ্যতা পরিমাপের জন্য নয়, চাকরির জন্য পরীক্ষা দিতে এসেছি।”

রাজন্যা আরও বলেন, “আমি আগের দিনও পরীক্ষা দিয়েছি। দেখলাম বাবা তাঁর সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মা পরীক্ষার লাইনে। এটা দেখে সত্যি আমার চোখে জল এসেছে। আমরা যাঁরা সাধারণ ডিগ্রি কোর্স করেছি, কলেজে-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তাঁরা তো এটা দেখব বলে পড়াশোনা করিনি। আগামীদিনে এই পরীক্ষার রেজাল্টে যেন সেটা না হয়।”

তাঁর কথায়, “আমি চান্স পাই কী না পাই, সেটা তো আমার মেরিট উত্তর দেবে। কিন্তু আমি চাই এই পরীক্ষার রেজাল্ট পরীক্ষার্থীদের যোগ্যতার উপর, স্বচ্ছতার উপর নির্ভর করে হোক।”

SSC exam

আরও পড়ুন: অনুদান নয়, স্বনির্ভরতার বার্তা নিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই হচ্ছে ভাঙড়ের দুর্গাপুজো

উল্লেখ্য, এদিন একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৭৮টি কেন্দ্রে মোট ২ লক্ষ ৪৬ হাজার ৫০০ পরীক্ষার্থী পরীক্ষায় বসছেন। বাংলার পাশাপাশি ভালো সংখ্যক ভিন রাজ্যের পরীক্ষার্থীও এদিন পরীক্ষায় বসছেন। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশন এবং রাজ্য প্রশাসন সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে।