বড় খবরঃ বিজেপিতে যোগ দেবেন না পাইলট, বানাতে পারেন নতুন দল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের (Rajasthan) রাজনৈতিক ড্রামাতে নয়া মোড়। সমস্ত জল্পনা উড়িয়ে সচিন পাইলট (Sachin Pilot) জানিয়ে দিলেন যে তিনি বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দেবেন না। গতকালই নিজের সমর্থক সমস্ত বিধায়কদের নিয়ে রাজস্থান থেকে হরিয়ানা চলে আসেন পাইলট। এরপর থেকেই জল্পনা হচ্ছিল যে, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। এমনকি আজ বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহয়ের সাথে ওনার সাক্ষাৎ করার খবর শোনা যাচ্ছিল।

কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই জানিয়ে দিলেন যে, তিনি বিজেপিকে যোগ দেবেন না। আজ সকালে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে পাইলট বলেছেন যে, তিনি বিজেপিতে যাচ্ছেন না। তবে উনি এত তড়িঘড়ি করে সমস্ত বিধায়কদের নিয়ে হরিয়ানা চলে এলেন কেন সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এবার খবর শোনা যাচ্ছে যে তিনি নতুন একটি রাজনৈতিক দল বানাতে পারেন।

আরেকদিকে, সচিন পাইলটের দিল্লী যাওয়ার পর রাজস্থান কংগ্রেস নড়েচড়ে বসে। রাজস্থানের মুখ্যমন্ত্রী একটি হুইপ জারি করে রাজ্যের সমস্ত বিধায়কদের সকাল ১০ঃ৩০ এর মধ্যে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপস্থিত থাকার কথা বলেন। যদিও অনেক বিধায়ক বলেন যে, তাঁরা অনেক দূরে আছেন তাই এত তাড়াতাড়ি সেখানে যাওয়া সম্ভব হবেনা। এরপর কংগ্রেসের এই মিটিংয়ের নির্ধারিত সময় পিছোনো হয়।

প্রাপ্ত খবর অনুযায়ী, কংগ্রেসের বিধায়ক দলের মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর সেই মিটিংয়ে ৯০ জন কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন। আরেকদিকে ছত্তিসগড় কংগ্রেসের প্রবীণ নেতা পিএল পুনিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, পাইলট এখন আর আমদের না উনি বিজেপির হয়ে গেছেন। যদিও পরে তিনি নিজের বয়ান থেকে পাল্টি খেয়ে বলেন আমি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম নিতে গিয়ে সচিন পাইলটের নাম নিয়ে ফেলেছি।

সম্পর্কিত খবর

X