রাজস্থানে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল পাকিস্তানি হিন্দু শরণার্থীদের ঘর! গৃহহীন ১৫০ মানুষ

বাংলা হান্ট ডেস্ক : আরও একবার সংবাদ শিরোনামে রাজস্থান (Rajasthan)। ফের পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের উপর হামলার খবর প্রকাশ্যে এল। সে রাজ্যের জয়সলমীরে হিন্দু শরণার্থী (Pakistani Hindu Refugee) শিবিরে চালানো হল বুলডোজার। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কয়েকশ অস্থায়ী ঘর। জানা যাচ্ছে, জয়সলমীরের জেলা শাসক টিনা ডাবির আদেশেই এই পদক্ষেপ করেছে প্রশাসন।

রাজস্থান প্রশাসনের এই সিদ্ধান্তে আশ্রয় হারিয়েছে শিশু সহ প্রায় ১৫০-র ও বেশি মানু্য। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তীব্র রোদে খোলা খোলা আকাশের নিচে দিন কাটছে ওই শরণার্থীদের। প্রশাসনিক সূত্রে খবর, জয়সলমীরের পুরো-উন্নয়ন পর্ষদ অমর সাগর পঞ্চায়েত এলাকায় অবৈধ জমি দখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে।

rajasthan

প্রশাসন সূত্রে খবর এই পরিবারগুলিঅর সাগর এলাকায় অবৈধ নির্মান কাজ চালাচ্ছিল। যার ক্ষতিকারক প্রভাবে দুষিত হচ্ছিলো জলাশয়। তাছাড়া এই জমির মূল্যও নাকি অনেক বেশি। ট্রাক্টর জেসিবি নিয়ে শিবির ভাঙতে হাজির হয় প্রশাসন। সঙ্গে ছিলেন পুলিসের উচ্চপদস্থ কর্তারাও।

প্রসঙ্গত, কয়েক মাস আগেও, বুলডোজার দিয়ে পাকিস্তানি (Pakistani Hindu) হিন্দু শরণার্থীদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয় রাজস্থানের কংগ্রেস সরকার। ঘটনাটি ঘটে যোধপুরে। গত ২৪ এপ্রিল পাকিস্তানি শরণার্থীদের বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন। জানা যাচ্ছে, প্রায় শতাধিক বাড়ি ভেঙে দেওয়া হয়। মাস কয়েক আগে যোধপুর শহরে সরকারি জমি দখল মুক্ত করার উদ্যোগ নেয় যোধপুর ডেভেলপমেন্ট অথোরিটি। সেই মত, শরণার্থীদের ওই জমি ছেড়ে চলে যাওয়ার নোটিশ ধরায় প্রশাসন। কিন্তু সেই জমি কিছুতেই ছাড়তে রাজি হননি তাঁরা।

এরপরই বুলডোজার নিয়ে উপস্থিত হন প্রশাসনিক কর্তারা। একরকম গায়ের জোরেই বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় শরণার্থীদের বাড়ি ও ঝুপড়ি। স্থানীয়দের দাবি অন্তত ১০০ টি বাড়ি ও ঝুপড়ি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

Sudipto

সম্পর্কিত খবর